Health

রান্নাঘরের বৈজ্ঞানিক প্রেম: পুষ্টি যেন হারিয়ে না যায়!

রান্নাঘরের বৈজ্ঞানিক প্রেম: পুষ্টি যেন হারিয়ে না যায়!

রান্নাঘর শুধু মসলা আর হাঁড়ির গল্প নয়—এটা বিশেষ ধরনের গবেষণাগার। যেখানে নিয়মিত রান্না নিয়ে চর্চা এবং গবেষণা চলে।

প্রতিদিনই আমরা চুলায় চড়াই শাকসবজি, ডালের কড়াই, মাংসের ভুনা—আর নীরবে হারিয়ে ফেলি কিছু জরুরী পুষ্টি। অথচ একটু লক্ষ করলেই রান্নায় স্বাদ আর পুষ্টি দুটোই রাখা সম্ভব। চলুন, সেই গল্প নিয়েই আলোচনা করি।

তাপ : 

বেশি তাপ মানেই বেশি ক্ষতি। অনেকেই ভাবেন বেশি তাপে রান্না করলে ভালোভাবে সেদ্ধ হয়, আর জীবাণু মরে। কথা ঠিক, কিন্তু সেই সঙ্গে ভিটামিন B ও C এর মতো পানিতে-দ্রবণীয় পুষ্টি উপাদানগুলোও চুপিচুপি বেরিয়ে যায়!

এখন সমাধান?

সবজি অল্প পানিতে ঢেকে সেদ্ধ করুন। ভাপ দেওয়া রান্না বেছে নিন — এতে স্বাদও থাকবে, পুষ্টিও। তেল-ঝাল কমিয়ে হালকা আঁচে রান্না করুন, এতে ভিটামিন নষ্ট হবে কম।

সবজি কাটা :

ছোট ছোট ভুলে বড় ক্ষতি। আমরা যখন আলু বা গাজর পাতলা করে কাটি এবং অনেক সময় পানিতে ভিজিয়ে রাখি—তখনই ভিটামিন C অনেকটাই বেরিয়ে যায়।

করনীয়:

সবজি সব সময় বড় টুকরো করে কাটুন। ছোট করে কাটবেন না, এতে ভিটামিন বেরিয়ে যায়। রান্নার ঠিক আগে কাটুন, বেশিক্ষণ আগে থেকে কেটে রাখবেন না। ভেজানো নয়, ধুয়ে রান্না করুন।

আমরা সবজি কাটার পর ধৌত করি এতে পুষ্টি চলে যায়।

করণীয়:

বাজার থেকে সবজি কিনে আনার পর শুরুতে বাছাই করতে হবে। বাছাই করে ময়লা আলাদা করতে হবে। এরপর ধৌত করে কাটতে হবে। কাঁটার ধৌত করা যাবে না। এরপর দেখা যায় আমরা লম্বা সময় সবজি অল্প আঁচে দীর্ঘ সময় সিদ্ধ করি ।এটা করা যাবে না ।

করণীয়:

সবজি রান্না করতে হবে উচ্চ আঁচে কিন্তু অল্প সময়ে, এতে সবজির রং এবং পুষ্টি মান ঠিক থাকবে।

মাংস রান্না করতে আমরা যে ভুল গুলো করি: 

মাংস মানে শুধু প্রোটিন নয়—আছে যত্নের জায়গাও

মাংস রান্নার সময় উচ্চ তাপে লম্বা সময় ধরে ভাজা হলে শুধু তেলই বাড়ে না, প্রোটিনের গঠনও ভেঙে যায়।

পরামর্শ:

অল্প/মাঝারি আঁচে, ঢেকে রেখে লম্বা সময় ধরে রান্না করুন। ঝোল জাতীয় রান্নায় হাড় সহ মাংস ব্যবহার করুন, এতে মিনারেল বেশি থাকে। উচ্চ তাপে রান্না করা যাবে না। রান্না হবে কিন্তু পুষ্টি চলে যাবে।

ঝোল ফেলা মানে পুষ্টি ফেলে দেওয়া:

ডাল, সবজি, মাংস—যারই ঝোল ফেলেন, ধরে নিন আপনি তার পুষ্টির অর্ধেক অংশও ফেলে দিয়েছেন।

চেষ্টা করুন:

যদি অতিরিক্ত ঝোল বা সেদ্ধ পানি হয় তা—সুপ বা অন্য রান্নায় ব্যবহার করুন। সবজির স্টক দিয়ে রান্নায় গভীরতা বাড়ান।

সবজি/ মাংস রান্নায় অতিরিক্ত পানির প্রয়োজন নেই,সবজি ও মাংস রান্নায় যতটুকু পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি মাংস বা সবজিতে থাকে। চুলায় দিলে যে পানি বের হয় এতে ভিটামিন দ্রবিভূত থাকে।তাই এটি ফেলে দেওয়া থেকে বিরত থাকুন।

শেষ কথাঃ

রান্না মানেই যত্ন! পুষ্টিকর রান্না বলতে বোঝায় , শুধুই নিরামিষ বা তেল-মুক্ত খাবার নয়। বরং বোঝায়—একটু খেয়াল, একটু কৌশল, আর পরিবারের প্রতি ভালবাসা।

আপনার কুটিরের রান্নাঘর হোক এমন এক জায়গা, যেখানে চুলা জ্বলে শুধু স্বাদের জন্য নয়, বরং শরীর আর স্বাস্থ্যের যত্নেও।

 

Meherab Hossain

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Health

খাদ্য ও পুষ্টি

পুষ্টি বলতে আমরা কি বুঝি? খাদ্য হজম, শোষিত এবং পরিশোধিত হয়ে দেহের বিভিন্ন কাজে শক্তি যোগাতে সহায়তা করে। অন্যভাবে বললে
Health

খাদ্য কি? খাদ্যের কাজ ও উপকারিতা।

  খাদ্য বলতে কি বুঝায়? খাদ্য: খাদ্য হলো এমন উপাদান যা জীবের দেহে পুষ্টি জোগাতে সহায়তা করে। এটি খাবারের মাধ্যমে